কোন রাশির জন্য কোন ক্যারিয়ার আদর্শ

রাশির উপর ক্যারিয়ারের অনেকাংশই নির্ভর করে, জানেন কি? যদি না জানেন, তাহলে দেখে নিন আপনার রাশি অনুযায়ী কোন ক্যারিয়ার বেছে নিলে সবচেয়ে সফল হবেন জীবনে। মেষ রাশির জাতক আর্টস নিয়ে পড়লে অনেক বেশি সফল হতে পারেন। বিশেষত কোনও ভাষা নিয়ে পড়লে আরও ভালো। বৃষ রাশির জাতক অ্যাকাউন্টেন্টস, ইতিহাস নিয়ে পড়াশোনা করতে পারেন। হোমিওপ্যাথি চিকিত্সা নিয়ে পড়াশোনা করলেও সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক বড়ই শিল্পী মানুষ। নাচ
গান অভিনয় জগতে দারুণ কিছু করতে পারেন। পাশাপাশি মার্কেটিং সেক্টরেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। সিংহ রাশির জাতকের পলিটিক্যাল সায়েন্স এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে সবথেকে ভালো হবে। কন্যা রাশির জাতকের কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা ইংরেজি নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ার ভালো হবে। তুলা রাশির জাতকের পশু চিকিত্সা, ওকালতি এবং ফটোগ্রাফিতে উন্নতি হবে। বৃশ্চিক রাশির জাতকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভূ-বিদ্যা, জুলজি নিয়ে পড়লে ক্যারিয়ার ভালো হবে। ধনু রাশির জাতক অপরাধ বিজ্ঞান এবং কাউন্সেলিং করলে সবথেকে বেশি সাফল্য পাবেন। মকর রাশির জাতক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে উন্নতির যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক কম্পিউটার গ্রাফিক্স, শেয়ার বাজার, হোটেল ম্যানেজমেন্ট, মিডিয়া এবং চা ইন্ডাস্ট্রিতে সাফল্য পাবেন। মীন রাশির জাতক শরীরবিদ্যা, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সংস্কৃত নিয়ে পড়লে ভালো হবে।